
কলকাতা, ২৫ নভেম্বর (হি. স.) : টি - ২০ বিশ্বকাপের ক্রীড়াসূচি প্রকাশিত। ইডেন গার্ডেন্সের ভাগ্যে শিঁকে ছিঁড়ল। প্রথম সেমিফাইনাল - সহ ৭টি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্স পেল। উল্লেখ্য, গ্রুপ সি-তে রয়েছে টি-২০ বিশ্বকাপের দুই প্রাক্তন চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। এই গ্রুপের ৫টি খেলা হবে ইডেনে। ভারত ও পাকিস্তান এক গ্রুপে রয়েছে। বাকি যে দলগুলি - ভারত ও পাকিস্তান সুপার - আটে যাবে বলেই ধারণা ক্রিকেট অনুরাগী থেকে শুরু করে বিশেষজ্ঞদের। সেক্ষেত্রে ভারতের একটি সুপার - ৮ এর ম্যাচ হবে ইডেনে আগামী ১ মার্চ। পাকিস্তান সেমিফাইনালে না উঠলে প্রথম সেমিফাইনাল ম্যাচটিও হবে ইডেনে। পাকিস্তান শেষ চার নম্বরে পৌঁছালে ওই সেমিফাইনালটি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় হবে । একনজরে - ইডেনে টি ২০ বিশ্বকাপের খেলা -
৭ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ (বিকেল ৩টে)
৯ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম ইতালি (সকাল ১১টা)
১৪ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম বাংলাদেশ (বিকেল ৩টে)
১৬ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম ইতালি (বিকেল ৩টে)
১৯ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ বনাম ইতালি (সকাল ১১টা)
১ মার্চ: সুপার এইটে ভারতের ম্যাচ (সন্ধ্যা ৭টা)
৪ মার্চ: প্রথম সেমিফাইনাল কলকাতা/কলম্বো (সন্ধ্যা ৭টা)
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত