অনূর্ধ্ব - ২৩, সুপার ওভারে জিতে বাংলা সেমিফাইনালে
মুম্বই, ২৫ নভেম্বর (হি. স.) : অনূর্ধ্ব - ২৩, সুপার ওভারে জিতে বাংলা দল সেমিফাইনালে পৌঁছেছে। মঙ্গলবারে স্নায়ুর চাপ ছিল প্রবল। এতদসত্ত্বেও তা সামলে সুপার ওভারে আসে নাটকীয় জয়। স্টেট এ ট্রফি এলিটের সেমিফাইনালে পৌঁছেছে অপরাজেয় বাংলার অনূর্ধ্ব - ২৩ দল। ম
অনূর্ধ্ব - ২৩, সুপার ওভারে জিতে বাংলা সেমিফাইনালে


মুম্বই, ২৫ নভেম্বর (হি. স.) : অনূর্ধ্ব - ২৩, সুপার ওভারে জিতে বাংলা দল সেমিফাইনালে পৌঁছেছে। মঙ্গলবারে স্নায়ুর চাপ ছিল প্রবল। এতদসত্ত্বেও তা সামলে সুপার ওভারে আসে নাটকীয় জয়। স্টেট এ ট্রফি এলিটের সেমিফাইনালে পৌঁছেছে অপরাজেয় বাংলার অনূর্ধ্ব - ২৩ দল। ম্যাচের সেরা - রবি কুমার।

সুপার ওভারে মধ্যপ্রদেশের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে পুরুষদের অনূর্ধ্ব ২৩ স্টেট এ ট্রফি এলিটের সেমিফাইনালে পৌঁছেছে বাংলা। ফলে চলতি টুর্নামেন্টে বাংলা একটানা অষ্টম জয় তুলে নিয়েছে।

মুম্বইয়ের বিকেসি গ্রাউন্ডে টসে জিতে বাংলাকে ব্যাটিংয়ে দেয় মধ্যপ্রদেশ। নির্ধারিত ৫০ ওভারে বাংলা ১৯০ রান সংগ্রহ করে। উইকেটকিপার তথা ওপেনার সুমিত নাগ ৪৯ বলে ৫০ রান করে। রবি কুমার ১০৪ বলে ৪৪ রান করে আউট। অধিনায়ক শশাঙ্ক সিংয়ের অবদান ৩৭ বলে ২৭ রান। ২টি করে উইকেট নেন মাধব তিওয়ারি, অন্বেশ চাওলা ও সৌমী কুমার পাণ্ডে।

এর জবাবে রান তাড়া করতে নেমে মধ্যপ্রদেশ ২২.৩ ওভারে ৭/৮৩ রানে দ্রুত উইকেট হারায়। এরপর দলকে টানেন মাধব তিওয়ারি ও অন্বেশ চাওলা। মাধব ফেরার পর মধ্যপ্রদেশের জয়ের আশা জাগিয়ে তোলে অন্বেশ। যদিও জয়ের লক্ষ্যে দলকে পৌঁছে দিতে পারে নি। এদিকে, ৪১ ওভারে মধ্যপ্রদেশ ৮ উইকেট হারিয়ে বাংলার স্কোর ছুঁয়ে ফেলে। আর তারপরই নাটক।

প্রসঙ্গত, ৪২তম ওভারের প্রথম বলে ১৯০ রানে নবম উইকেট হারায় মধ্যপ্রদেশ। অন্বেশকে ফিরিয়ে দেয় আনাস। এরপর জয়ের জন্য আর ১ রান তুলতে পারেনি মধ্যপ্রদেশ। আনাস নিজের বাকি পাঁচটি বলে কোনও রান দেয়নি। এর পরের ওভারে বোলিং করতে এসে প্রথম বলেই ইরশাদ আলম (১৮ বলে ১০ রান) পাণ্ডে'কে আউট করে ।

এর ফলে ৪২.১ ওভারে ১৯০ রানেই মধ্যপ্রদেশের দলের সকলেই আউট। মাধব ৫৫ বলে ৫০ রান ও অন্বেশ ৪৮ বলে ৩৬ রান করে। সুখমীত সিং ১টি মেডেন-সহ ১০ ওভারে ৪০ রান দিয়ে চারটি উইকেট নেন। ইরশাদ আলম ৬.১ ওভারে ২৩ রান খরচ করে দুটি উইকেট পেয়েছেন। রবি কুমার, সৈয়দ ইরফান আফতাব ও আনাস একটি করে উইকেট নেন। মূলতঃ স্নায়ুর চাপ সামলে আনাস ও ইরশাদের দুরন্ত বোলিংয়েই অক্সিজেন পেয়েছে বাংলা। ম্যাচ গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে মধ্যপ্রদেশ কোনও উইকেট না হারিয়ে পাঁচ রান তোলে। মাধব তিওয়ারি ও অক্ষত রঘুবংশীর বিরুদ্ধে সুপার ওভারে বোলিং করেন রবি কুমার। তিনি মাত্র ৩ রান দেন। এরপর চার বলেই জয়ের কোনও উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলা। মধ্যপ্রদেশের রান ধরে ফেলার পর ছয় মেরে ম্যাচ জেতান অধিনায়ক শশাঙ্ক সিং। সুমিত ১ বলে ১ ও শশাঙ্ক ৩ বলে ১০ রানে অপরাজিত।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande