
আগরতলা, ২৫ নভেম্বর (হি.স.) : রাজধানী আগরতলা শহরের এ ডি নগর থানার পুলিশ সোমবার রাতে দুটি পিস্তল, চারটি ম্যাগজিন সহ তিনজনকে গ্রেফতার করেছে৷ ধৃতদের মধ্যে একজনের বাড়ি বিহারে৷ তার নাম সুভাষ কুমার৷ তিনিই পিস্তলগুলি বিহার থেকে নিয়ে এসেছেন৷ অন্য দুইজন স্থানীয় বড়কাঁঠাল এলাকার বাসিন্দা৷ এর মধ্যে একজন অটো চালক৷ পুলিশ অটোটিও আটক করেছে৷
সোমবার রাতে এ ডি নগর থানার পুলিশ যানবাহনে রুটিন চেকিংয়ের সময় ওই অটোটি আটক করে৷ তখন অটোর যাত্রী হিসেবে বিহারের সুভাষ কুমারের আচরণে সন্দেহ হয়৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হলে অসংলগ্ন কাথাবার্তয় পুলিশ তার সাথে থাকা ব্যাগে তল্লাসি চালায়৷ তল্লাসিতে দেখা যায় ব্যাগের মধ্যে দুটি পিস্তল, চারটি ম্যাগজিন৷ তবে কোন বুলেট নেই৷ সাথে সাথে পুলিশ সুভাষ কুমার সহ অটো চালক এবং অন্য আরেক যাত্রীকে আটক করে থানায় নিয়ে যায়৷
পরে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার এ ডি নগর থানায় যান৷ তিনি জানিয়েছেন, অস্ত্র আইনে মামলা রুজু করা হবে৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে সুভাষ কুমার সোমবারই এই আগ্নেয়াস্ত্র নিয়ে আগরতলায় এসেছেন রেলে৷ তবে কোথায়া নিয়ে যাওয়া হচ্ছিল এবং কি কাজে ব্যবহার করার পরিকল্পনা ছিল সেই বিষয়ে তদন্ত চলছে৷ পাশাপাশি ধৃত অন্য দু’জনের সাথে সুভাষ কুমারের কি যোগাযোগ আছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সুপার জানিয়েছেন৷
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ