দিল্লি থেকে বারাণসীগামী বাস উল্টে আহত ২৪ যাত্রী
নয়ডা, ২৬ নভেম্বর (হি.স.) : দিল্লি থেকে বারাণসীগামী একটি ডবল ডেকার বাস উল্টে ঘটলো ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনায় বাসে থাকা ২৪ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার রাতে যমুনা এক্সপ্রেসওয়ের জিরো পয়েন্ট থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে দিল্লি থেকে বারাণসীগামী য
দিল্লি থেকে বারাণসীগামী বাস উল্টে আহত ২৪ যাত্রী


নয়ডা, ২৬ নভেম্বর (হি.স.) : দিল্লি থেকে বারাণসীগামী একটি ডবল ডেকার বাস উল্টে ঘটলো ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনায় বাসে থাকা ২৪ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার রাতে যমুনা এক্সপ্রেসওয়ের জিরো পয়েন্ট থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে দিল্লি থেকে বারাণসীগামী যাত্রিবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ১৪ জনকে গুরুতর অবস্থায় উত্তর প্রদেশের গ্রেটার নয়ডার অন্তর্গত জেআইএমএস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনার পর ক্রেনের সাহায্যে বাসটি রাস্তার পাশে সরানো হয়। আপাতত সেখানে যানচলাচল স্বাভাবিক।

দুর্ঘটনার পর বাস ও কন্ডাক্টর পলাতক । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande