
কলকাতা, ২৬ নভেম্বর (হি. স.) : তিন সদস্যের এক প্রতিনিধি দল পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই পৌঁছবে। তবে এর মধ্যেই একজন বাঙালি অফিসার রয়েছেন। দিল্লি থেকে এ নিয়েই বিস্তারিত জানানো হয়েছে। তাদের কাজ মূলত, এস আই আর পর্বের কাজ খতিয়ে দেখা। যে সমস্ত খামতি রয়েছে তার অবসানের পরামর্শ দেওয়া। স্পেশাল ইনটেনসিভ রিভিশন অর্থাৎ এস আই আর তথা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কাজের পর্যালোচনার পাশাপাশি সমস্ত খামতি ও যে সমস্ত ঘাটতি ধরা পড়েছে তার মোকাবিলায় কাজকর্ম করবেন। এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তথা সিইও মনোজ কুমার আগরওয়াল এদিন সন্ধ্যায় বিশদেই সে কথা জানিয়েছেন। বর্তমান কাজের পর্যালোচনা করা হয়েছে। বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, তবে, নতুন প্রতিনিধি দলের জন্য অপেক্ষায় রয়েছেন । সে বিষয়ে আগেভাগে কিছুই জানা ছিল না এই বলে সেকথা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। যদিও এই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অধীনেই তাঁরা কাজ করবেন। উল্লেখ্য এ পর্যন্ত রাজ্যে ৬ কোটি এনুমারেশন ফর্মের ডিজিটাইজ়েশন হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত