
রায়পুর, ২৬ নভেম্বর (হি.স.): নকশাল-মুক্ত হচ্ছে ছত্তিশগড়। নকশাল-মুক্ত ভারত অভিযানে আবারও মিলল সাফল্য। বুধবার একসঙ্গে ৪১ জন মাওবাদী অস্ত্র ছেড়ে সমাজের মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত নিল। এর মধ্যে ১২ জন মহিলা ও ২৯ জন পুরুষ রয়েছেন। এঁদের মধ্যে ৩২ জনের মাথার সর্বমোট দাম ধার্য করা হয়েছিল এক কোটি ১৯ লক্ষ টাকা।
বুধবার ছত্তিশগড় পুলিশ জানিয়েছে, কেন্দ্র এবং রাজ্যে মিলিত প্রচেষ্টা এবং পুনর্বাসন নীতির ফলেই বহু মাওবাদী সমাজের মূলস্রোতে ফিরে আসতে চাইছেন। আত্মসমর্পণকারী মাওবাদীরা মূলত পিএলজিএ , মিলিশিয়া এবং এরিয়া কমিটির ছিল।
২০২৫ সালের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত জেলায় ৫২৮ জন মাওবাদী গ্রেফতার, ৫৬০ জন মূলস্রোতে ফিরে এসেছে এবং ১৪৪ জন মাওবাদী নিহত হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য