ছত্তিশগড়ে এসইউভি-ট্রাক মুখোমুখি সংঘর্ষে মৃত ৫, আহত ৩ জন
রায়পুর, ২৬ নভেম্বর (হি.স.): ছত্তিশগড়ের জঞ্জগির-চাম্পা জেলায় ট্রাক এবং এসইউভি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ৫ জনের, এছাড়াও গুরুতর আহত হয়েছেন তিন জন। মঙ্গলবার গভীর রাতে জঞ্জগির থানা এলাকায় সুকলি গ্রামের কাছে দুর্ঘটনা ঘটে। মৃত ও আহতরা বিয়েবাড়ি
বাঁকুড়ায় রাজ্য সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু এক বৃদ্ধের


রায়পুর, ২৬ নভেম্বর (হি.স.): ছত্তিশগড়ের জঞ্জগির-চাম্পা জেলায় ট্রাক এবং এসইউভি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ৫ জনের, এছাড়াও গুরুতর আহত হয়েছেন তিন জন। মঙ্গলবার গভীর রাতে জঞ্জগির থানা এলাকায় সুকলি গ্রামের কাছে দুর্ঘটনা ঘটে। মৃত ও আহতরা বিয়েবাড়ি থেকে ফিরছিলেন। সকলেই নওয়াগড় এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে এসইউভি গাড়িটি একেবারে দুমড়ে গিয়েছে। ঘটনাস্থলেই পাঁচ জন মারা যান। আহতদের অবস্থা আশঙ্কাজনক। এএসপি উমেশ কাশ্যপ বলেছেন, জঞ্জগির থানা এলাকায় সুকলি গ্রামের কাছে এসইউভি গাড়ি ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয়েছে ৫ জনের। আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande