বুধেও অস্বাস্থ্যকর দিল্লি, বায়ুদূষণে দুর্বিষহ অবস্থা জাতীয় রাজধানীতে
নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): বুধেও অস্বাস্থ্যকর রাজধানী দিল্লির বাতাস। তবে, আগের দিনের তুলনায় এদিন বাতাসের গুণগতমানের সূচক ৪০০-র নীচেই রয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সকালে দিল্লি এইমস ও সংলগ্ন এলাকায় এয়ার কোয়াল
বুধেও অস্বাস্থ্যকর দিল্লি, বায়ুদূষণে দুর্বিষহ অবস্থা জাতীয় রাজধানীতে


নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): বুধেও অস্বাস্থ্যকর রাজধানী দিল্লির বাতাস। তবে, আগের দিনের তুলনায় এদিন বাতাসের গুণগতমানের সূচক ৪০০-র নীচেই রয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সকালে দিল্লি এইমস ও সংলগ্ন এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৪৮, আবার ইন্ডিয়া গেট এলাকায় বাতাসের গুণগতমানের সূচক ছিল ৩৫৮।

ইন্ডিয়া গেট ও কর্তব্য পথ চত্বরে সকালের দিকে কুয়াশার পাতলা আস্তরণে ঢেকে যায়। শুধুমাত্র দিল্লি নয়, বাণিজ্যনগরী মুম্বইয়েও এদিন সকালে বাতাসের গুণগতমান ছিল মন্দ পর্যায়ে। আবার এদিন সকালে নিউ চণ্ডীগড় (মোহালি)-এ হালকা কুয়াশার আস্তরণ দেখা গেছে। ঠান্ডায় কাঁপছে উত্তর প্রদেশও। দূষণের মাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এদিন সকালে কানপুর শহরে ঘন ধোঁয়ার আস্তরণ দেখা দিয়েছে, নেহেরু নগরের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 318 ছুঁয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande