
কলকাতা, ২৬ নভেম্বর (হি.স.): প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আচরণে চরম ক্ষুব্ধ ব্যাঙ্কশাল কোর্টের বিচারক শুভেন্দু সাহা। বিচারকের স্পষ্ট বার্তা, ”আপনারা পচা শামুকে পা কাটবেন না।”
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থবাবু। বর্তমানে রয়েছেন বেহালার বাড়িতেই। কিন্তু জেলমুক্ত থাকলেও প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন বাতিল করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিচারক।
বুধবার পার্থ চট্টোপাধ্যায়ের সশরীরে আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু হাজিরা দেননি। আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী জানান, তিনি অসুস্থ। শুধু পার্থ চট্টোপাধ্যায় নন, নিয়োগ দুর্নীতিতে জামিনে থাকা বেশ কয়েকজন অভিযুক্তও হাজিরা দেননি।
তাতেই চরম ক্ষুব্ধ হন ব্যাঙ্কশাল কোর্টের বিচারক শুভেন্দু সাহা। শুধু তাই নয়, হাজিরা না দিলে জামিন বাতিলের পূর্ণ ক্ষমতা যে আদালতের আছে তা স্পষ্ট জানান বিচারক। এমনকী জামিন বাতিল করে দেওয়ারও হুঁশিয়ারি দেন। হাজিরা এড়িয়ে গেলেও এদিন আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর পাসপোর্ট জমা দেন তাঁর আইনজীবী। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই পাসপোর্ট জমা দেওয়া হয় আদালতে।
অন্যদিকে এদিন ব্যাঙ্কশাল আদালতে তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত