অসমে গ্ৰেফতার একাধিক আন্তর্জাতিক সন্ত্রাসী-যোগ এবং রাজ্য জুড়ে নাশকতার পরিকল্পনাকারী মনসুর
গুয়াহাটি, ২৬ নভেম্বর (হি.স.) : একাধিক আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে নিবিড় সম্পর্ক রাখা এবং রাজ্য জুড়ে নাশকতার পরিকল্পনাকারী, অসমের দরং জেলার অন্তর্গত খারুপেটিয়া থানা এলাকার জনৈক জিহাদি-বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার খারুপে
খারুপেটিয়া থানায় মনসুর আলি


গুয়াহাটি, ২৬ নভেম্বর (হি.স.) : একাধিক আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে নিবিড় সম্পর্ক রাখা এবং রাজ্য জুড়ে নাশকতার পরিকল্পনাকারী, অসমের দরং জেলার অন্তর্গত খারুপেটিয়া থানা এলাকার জনৈক জিহাদি-বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার খারুপেটিয়া থানা সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার পশ্চিম কামারপাড়া গ্রামের বাসিন্দা বছর ২৬-এর মনসুর আলি ওরফে মুনসের আলিকে গ্রেফতার করা হয়েছে। মনসুরের বিরুদ্ধে অভিযোগ, একাধিক আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে তার নিবিড় সম্পর্ক রয়েছে।

নজরদারি এবং যথেষ্ট প্রামাণিক তথ্য সংগ্রহের পর পুলিশ তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র ধারা ১৪৭, ১৪৮, ১৫৮ এবং ১৯৬-এর অধীনে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের ৩৯ (২) ধারায় মামলা রুজু করেছে।

আজ (বুধবার) তাকে আদালতে হাজির করে সন্ত্রাসী মডিউলের আরও তদন্তের জন্য তাকে হেফাজতে চায় পুলিশ। আদালত তাকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে।

পুলিশ সূত্রের খবর, মনসুর আলির সঙ্গে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

তদন্তকারী পুলিশ অফিসার জানান, গ্রেফতারকৃত মনসুর আলি গত কয়েক বছর ধরে কেরালায় কর্মরত ছিল। কেরালায় থাকাকালীন ইসলামিক সন্ত্রাসী গোষ্ঠীর সংস্পর্শে আসে সে। এর পর তেহরিক-ই-তালেবান পাকিস্তানের হয়ে কাজ শুরু করে জিহাদি মনসুর। অসমে তাকে পাক-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটি তৈরি করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে এই জিহাদি মায়ানমার এবং পাকিস্তানে অবস্থিত আরাকান স্যালভেশন আর্মির সঙ্গে জড়িত হয়ে পড়ে।

নিষিদ্ধ ইসলামিক সন্ত্রাসী গোষ্ঠীর সাথে জড়িত হওয়ার পর মনসুর কেরালা থেকে তামিলনাড়ুতে তার ঘাঁটি স্থানান্তরিত করে। সেখান থেকে মনসুর আলি অসমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জিহাদি কার্যকলাপ ছড়িয়ে দিচ্ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় মুসলিম যুবকদের সন্ত্রাসী নেটওয়ার্কের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করছিল মনসুর।

হামলার পরিকল্পনা বাস্তবায়নের জন্য গ্রেফতারকৃত মনসুর রোহিঙ্গা স্যালভেশন আর্মি ট্রেনিং ক্যাম্পে বোমা তৈরির প্রশিক্ষণ নিতে দিন-কয়েকের মধ্যে মায়ানমারে যাওয়ার পরিকল্পনা করছিল। মায়ানমারে যাওয়ার আগে সম্প্রতি সে খারুপেটিয়ার পশ্চিম কামারপাড়া গ্রামের বাড়িতে এসেছিল। ইত্যবসরে গোয়েন্দা সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দরং পুলিশ মনসুর আলিকে গ্রেফতার করে তার নাশকতার পরিকল্পনা ভেস্তে দিয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande