
নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): এসআইআরকে ঘিরে প্রতিদিনই তাপমাত্রা বাড়ছে, ঠিক সেই সময়েই সুপ্রিম কোর্টে পা রাখল জাতীয় নির্বাচন কমিশন। তাদের অভিযোগ, বাংলায় ভোটার তালিকার খসড়া তৈরির দায়িত্বে থাকা বুথ লেভেল অফিসার বা বিএলওদের উপর রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে ভয় দেখানো হচ্ছে।
বুধবার এই মর্মে কোর্টে হলফনামা জমা দিল কমিশন। শুনানিতে কমিশনের আইনজীবী জানান, লাগাতার রাজনৈতিক চাপের মধ্যে কাজ করতে গিয়ে গত কয়েক মাসে মৃত্যু হয়েছে ২৩ জন বিএলও–র। তাঁদের দাবি, প্রশাসনের উপর অস্বাভাবিক হস্তক্ষেপ ও ভয়-দেখানোই কাজের পরিবেশকে বিপজ্জনক করে তুলেছে। এ ব্যাপারে রাজনৈতিক দল বলতে পরোক্ষে তৃণমূলকেই ইঙ্গিত করেছে কমিশন।
অন্যদিকে, এই অভিযোগ তীব্রভাবে উড়িয়ে দিয়েছে রাজ্যের শাসকদল। তাঁদের বক্তব্য, ২-৩ বছরের কাজ মাত্র দু’মাসে সারার চাপে ক্লান্ত হয়ে পড়ছেন মাঠপর্যায়ের কর্মীরা। বহু ক্ষেত্রে আত্মহত্যা, কোথাও হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা—সবই অতিরিক্ত চাপের ফল। এ নিয়ে কমিশনের দায় এড়ানো উচিত নয় বলেই মত সরকারি মহলের।
সংবিধান দিবসের অনুষ্ঠানে বাবা সাহেব আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একই সুরেই বলেন, “বিএলওদের উপর অমানুষিক চাপ দেওয়া হচ্ছে। তার জেরেই একাধিক অকালমৃত্যু। আমাদের কাছে তার প্রমাণ রয়েছে।”
অভিযোগ, পাল্টা অভিযোগের আবহে আদালত কী অবস্থান নেয়, সেদিকেই তাকিয়ে প্রশাসন ও রাজনৈতিক মহল।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত