
হাওড়া, ২৬ নভেম্বর ( হি. স.) বালির পুড়ে যাওয়া শিশুবিকাশ কেন্দ্র ৪৮ ঘণ্টা পেরিয়েও বন্ধই রইল, ফলে দুই দিন ধরে মিড ডে মিল থেকে বঞ্চিতই রইল ২৮ জন শিশু। অভিযোগ, এই সময়ে একবারও কেন্দ্রটি পরিদর্শনে যাননি পুর প্রশাসক রানা চট্টোপাধ্যায় বা পুরসভার কোনও আধিকারিক। এমনকি অভিযোগ, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহায়িকার ফোনও ধরেননি পুর প্রশাসক তথা স্থানীয় বিধায়ক।গত রবিবার বালি নিমতলার কাছে কয়েকটি দোকানঘরের সঙ্গে সুসংহত শিশুবিকাশ কেন্দ্রটি আগুনে পুড়ে যায়। কেন্দ্রের শিশুদের জন্য মজুত চাল, ডাল, বই–খাতা, রান্নার সরঞ্জামসহ প্রায় সব কিছুই নষ্ট হয়ে যায়। ফলে সোমবার ও মঙ্গলবার কেন্দ্র সম্পূর্ণ অচল হয়ে পড়ে এবং শিশুদের খাবার দেওয়া সম্ভব হয়নি।এই পরিস্থিতিতে বুধবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল নেতা কৈলাশ মিশ্র। তিনি শিশুদের পরিবার, সহায়িকা ও কর্মীদের সঙ্গে কথা বলে দ্রুত বিকল্প ব্যবস্থার আশ্বাস দেন। বিকেলে স্টোভ, কুকারসহ প্রয়োজনীয় রান্নার সরঞ্জাম এবং চাল–ডাল সরবরাহ করেন কৈলাশ মিশ্র। ফলে বিকেলেই শিশুদের রান্না করা খাবার পৌঁছে দেওয়া সম্ভব হয়। এছাড়া কাছাকাছি একটি দলীয় কার্যালয় আপাতত কেন্দ্র চালানোর জন্য বরাদ্দ করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়