
হুগলি, ২৬ নভেম্বর (হি.স.): পরিত্যক্ত একটি বাড়ি থেকে অজ্ঞাতপরিচয় এক যুবতীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো হুগলির হরিপালে। বুধবার সেই দেহ উদ্ধার করে পুলিশ। এদিন দুপুরে হুগলির হরিপালের পশ্চিম গোপীনাথপুর পঞ্চায়েতের হাজরা মোড় এলাকার ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে দেহটি দেখে স্থানীয় বাসিন্দারা হরিপাল থানায় খবর দেন। তাঁদের অভিযোগ, কে বা কারা মহিলাকে খুন করে পালিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। তদন্তে শুরু করেছে তারা। তদন্তকারীরা জানান, যুবতীর বয়স আনুমানিক ৩৫ বছর। পরিচয় জানার চেষ্টা চলছে। পাশাপাশি কীভাবে ওই যুবতীর মৃত্যু হল তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ