তারকেশ্বরে বাঁশবাগান থেকে যুবকের দেহ উদ্ধার
তারকেশ্বর, ২৬ নভেম্বর (হি.স.): বাঁশবাগান থেকে এক যুবকের দেহ উদ্ধার হল। মঙ্গলবার রাতে তারকেশ্বরের কাঁড়ারিয়ার এই ঘটনায় নিহতের নাম সুমন্ত শিট। বাড়ি তারকেশ্বরের কেশবচকে। তদন্তকারীদের অনুমান, মাথায় ভারি কিছু দিয়ে আঘাতের ফলে সুমন্তের মৃত্যু হয়। এই ঘটনা
তারকেশ্বরে বাঁশবাগান থেকে যুবকের দেহ উদ্ধার


তারকেশ্বর, ২৬ নভেম্বর (হি.স.): বাঁশবাগান থেকে এক যুবকের দেহ উদ্ধার হল। মঙ্গলবার রাতে তারকেশ্বরের কাঁড়ারিয়ার এই ঘটনায় নিহতের নাম সুমন্ত শিট। বাড়ি তারকেশ্বরের কেশবচকে। তদন্তকারীদের অনুমান, মাথায় ভারি কিছু দিয়ে আঘাতের ফলে সুমন্তের মৃত্যু হয়। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় গ্রেফতার করা হয় সুমন্তর প্রাক্তন স্ত্রী কদম মণ্ডল ও সৎ মেয়ে অঙ্কিতাকে। যদিও কদমের দাবি, বিবাহবিচ্ছেদের পরেও প্রাক্তন স্বামী তাঁকে নানা ভাবে অত্যাচার করতেন। তাই এই ঘটনা ঘটিয়েছেন।

সুমন্ত বছর দশেক আগে কদমকে বিয়ে করেন। তিন বছর আগে তাঁদের ডিভোর্স হয়। সুমন্তর বোনের অভিযোগ, সুমন্তর সম্পত্তি বন্ধক রেখে ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিল কদম। সেই টাকা ফেরত চাওয়ায় অশান্তি বাড়ছিল। মঙ্গলবারও কদমের বাড়িতে যান সুমন্ত। রাত প্রায় ২টো নাগাদ পুলিশের কাছে খবর যায়, স্থানীয় কাঁড়ারিয়া এলাকার একটি বাঁশবাগানে এক যুবকের দেহ পড়ে আছে। পরে জানা যায়, দেহটি সুমন্তর। এর পরেই কদম ও তার মেয়েকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। পুলিশ সূত্রে খবর, প্রথমে কথায় অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয় মা, মেয়েকে। জেরায় খুনের কথা স্বীকারও করে তারা। দেহ ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠায় পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande