
ভোপাল, ২৬ নভেম্বর (হি.স.) : ২০০৮ সালের মুম্বইয়ে জঙ্গি হামলার ১৭তম বর্ষে শহিদ জওয়ান ও নিহত সাধারণ মানুষদের প্রতি শ্রদ্ধা জানালেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব। সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, দেশবাসী তাঁদের আত্মবলিদান কোনওদিন ভুলবে না। মুখ্যমন্ত্রী আরও বলেন, জাতীয় নিরাপত্তা ও ঐক্য রক্ষায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশকে সর্বদা সতর্ক ও একজোট হয়ে থাকতে হবে। ২৬ নভেম্বর ২০০৮ সালে পাকিস্তান থেকে অনুপ্রবেশ করা ১০ জঙ্গির হামলায় ১৬৬ জনের প্রাণহানি হয়েছিল, আহত হয়েছিলেন বহু মানুষ।
উল্লেখ্য, ২৬/১১ হামলায় নিহতদের বুধবার স্মরণ করল মুম্বই তথা গোটা দেশ। এদিন সকালে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, মন্ত্রী আশিস শেলার, মঙ্গল প্রভাত লোধা প্রমুখ।
প্রসঙ্গত, ২০০৮ সালের ২৬ নভেম্বর আরব সাগর দিয়ে মুম্বইয়ে ঢুকে পড়েছিল লস্কর-ই-তৈবা (এলইটি)-র সন্ত্রাসবাদীরা। বাণিজ্যনগরীর বিভিন্ন জায়গায় হামলা চালায় তারা। এলোপাথাড়ি গুলি আর বিস্ফোরণে মৃত্যু হয় ১৬৬ জনের। নিরাপত্তারক্ষীদের সঙ্গে লড়াইয়ে মৃত্যু হয় ৯ জঙ্গির। একমাত্র জীবিত অবস্থায় ধরা পড়েছিল জঙ্গি আজমল কাসভ, কাসভের ফাঁসি হয় ২০১২ সালের ২১ নভেম্বর।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য