সংবিধান দিবসে সংবিধান রক্ষার অঙ্গীকার মুখ্যমন্ত্রীর
কলকাতা, ২৬ নভেম্বর (হি.স.) : সংবিধান দিবসে সংবিধান রক্ষার অঙ্গীকার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সোশ্যাল মিডিয়া মারফৎ এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি - মহামানব ড. বি. আর. আম্বেদকরসহ সংবিধান প্রণেতাদের প্রতি গভীর শ্রদ্ধা জানি
সংবিধান দিবসে সংবিধান রক্ষার অঙ্গীকার মুখ্যমন্ত্রীর


কলকাতা, ২৬ নভেম্বর (হি.স.) : সংবিধান দিবসে সংবিধান রক্ষার অঙ্গীকার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সোশ্যাল মিডিয়া মারফৎ এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি - মহামানব ড. বি. আর. আম্বেদকরসহ সংবিধান প্রণেতাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। বাংলার প্রতিনিধিদের ঐতিহাসিক ভূমিকার কথাও স্মরণ করেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ভারতের সংবিধানই দেশের প্রকৃত মেরুদণ্ড - যা বহুভাষিক, বহুসংস্কৃতির সমাজকে এক সুসমন্বিত যুক্তরাষ্ট্র কাঠামোয় বেঁধে রাখে।

তিনি এদিন এক্স বার্তায় আরও লিখেছেন যে, - বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও ফেডারেল কাঠামো যে চাপে রয়েছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মমতা। তাঁর কথায়, “এই ক্রান্তিকালে সংবিধানই আমাদের সবচেয়ে বড় দিশারি। সংবিধানের মূল্যবোধ রক্ষা করাই এখন আমাদের প্রধান কর্তব্য।”

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande