
নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি আজ রেল মন্ত্রকের দুটি প্রকল্পে অনুমোদন দিয়েছে। এজন্য খরচ ধরা হয়েছে ২,৭৮১ কোটি টাকা।
দুটি প্রকল্পের একটি হল দেবভূমি দ্বারকা (ওখা) থেকে কানালুস পর্যন্ত ১৪১ কিলোমিটার রেলপথের ডবল লাইনিং। অন্যটি বাদলাপুর থেকে কারজাট পর্যন্ত ৩২ কিলোমিটার রেলপথে তৃতীয় ও চতুর্থ লাইন নির্মাণ।
এর ফলে ভারতীয় রেলের পরিষেবা আরও দক্ষ হয়ে ওঠার পাশাপাশি, প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন ভারত ও আত্মনির্ভর ভারতের মন্ত্রের সঙ্গে এই প্রকল্প দুটি সামঞ্জস্যপূর্ণ। পিএম-গতি শক্তি জাতীয় মহাপরিকল্পনা অনুযায়ী, পণ্য ও যাত্রী পরিবহণের বিভিন্ন প্রণালীকে আরও জোরদার করতে চায় সরকার।
এই প্রকল্প দুটি রূপায়িত হবে মহারাষ্ট্র এবং গুজরাটের চারটি জেলা জুড়ে। ভারতীয় রেলপথের দৈর্ঘ্য আরও ২২৪ কিলোমিটার বেড়ে যাবে। প্রায় ৫৮৫টি গ্রামের ৩২ লক্ষ মানুষ উপকৃত হবেন।
প্রথম প্রকল্পটি গুজরাটের দ্বারকা অঞ্চলের পরিকাঠামোগত বিকাশে বিশেষ সহায়ক হয়ে উঠবে। দ্বিতীয়টি মুম্বইয়ের শহরতলি এলাকায় যাত্রী পরিবহণ ব্যবস্থা জোরদার করার পাশাপাশি দক্ষিণ ভারতে যোগাযোগ ব্যবস্থার প্রসার ঘটাবে।
এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ