
কলকাতা, ২৬ নভেম্বর (হি. স.) : বুধবার দুপুরে রাজ্য বিধানসভায় সংবিধান দিবস পালন করা হয়েছে। সংবিধানের লবিতে রেপ্লিকা প্রদর্শন করা হয়েছে সেখানেও শ্রদ্ধা নিবেদন করা হয়। সরকার পক্ষের সঙ্গে বিরোধী দলের সদস্যরাও এদিন বিধানসভায় শ্রদ্ধা নিবেদন করেছেন। অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় এদিন ড. বি আর আম্বেদকরের মূর্তিতে প্রথমে মাল্যদান করেন। এরপর বিধানসভার লবিতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেছেন তিনি। বিরোধী দল ভারতীয় জনতা পার্টির তরফেও তিনজন বিধায়ক শান্তনু প্রামাণিক, বঙ্কিম ঘোষ এবং মনোজ কুমার ওরাঁও এদিন শ্রদ্ধাঞ্জলি অর্পণ পর্বে যোগ দেন। এছাড়াও সচিবালয় থেকে প্রধান সচিব সৌমেন্দ্রনাথ দাস সহ অন্যান্য কর্মীরা পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত