
দুর্গাপুর, ২৬ নভেম্বর (হি.স.) : দেশে-বিদেশে অ্যান্টিভাইরাস বিক্রি ও প্রযুক্তি সহায়তার নামে প্রতারণা। আবারও ফোন করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়া। এই দুই ধরনের সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত দুই যুবককে গ্রেফতার করল আসানসোল–দুর্গাপুর কমিশনারেটের গোয়েন্দা ও সাইবার বিভাগ। মঙ্গলবার রাতের যৌথ অভিযানে দুর্গাপুর ও বুদবুদ থেকে ধরা পড়ে দুই অভিযুক্ত।
বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত প্রসেনজিৎ সাধক দুর্গাপুর কোক ওভেন থানার আম্বেদকর নগর কলোনির বাসিন্দা। অপরজন ইমতাজ চৌধুরী, বুদবুদ থানার আজাদপল্লিতে স্ত্রী-সহ ভাড়া বাড়িতে থাকত। বুধবার ধৃতদের আসানসোল জেলা আদালতে তোলা হলে বিচারক প্রসেনজিৎকে সাত দিনের এবং ইমতাজকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
তদন্তে জানা গেছে, প্রসেনজিৎ গত কয়েক মাস ধরে অনলাইনে অ্যান্টিভাইরাস ও প্রযুক্তি সহায়তার নামে আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রে যুক্ত ছিল। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে তার বাড়িতে হানা দেয় গোয়েন্দা ও সাইবার বিভাগ। তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়।
অপরদিকে, ইমতাজ ফোন করে প্রতারণা চালাত বলে অভিযোগ। সেদিন রাতেই তার আজাদপল্লির ভাড়া বাড়ি থেকে মোবাইল, সেই নম্বরে ব্যবহৃত সিম কার্ড এবং নগদ টাকা উদ্ধার করে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা