ফোনে চার্জ দিয়ে হেডফোন লাগিয়ে ঘুম, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু পাঁশকুড়ায়
পাঁশকুড়া, ২৬ নভেম্বর ( হি. স.) ফোন চার্জে দেওয়া অবস্থায় কানে হেডফোন লাগিয়ে ঘুমোতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার মদনমোহনপুর গ্রামের বাসিন্দা অনির্বাণ খাঁড়া (৩৪)-র। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার অনির্বাণ বিহারে
বিদ্যুৎপৃষ্ট মৃত্যু


পাঁশকুড়া, ২৬ নভেম্বর ( হি. স.) ফোন চার্জে দেওয়া অবস্থায় কানে হেডফোন লাগিয়ে ঘুমোতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার মদনমোহনপুর গ্রামের বাসিন্দা অনির্বাণ খাঁড়া (৩৪)-র। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার অনির্বাণ বিহারে কাজ করলেও কয়েকদিন আগে বাড়িতে এসেছিলেন। বাড়িতে রয়েছেন তাঁর বয়স্ক বাবা–মা, দাদা ও বৌদি। স্ত্রী গর্ভবতী হওয়ায় তিনি বাপের বাড়িতে থাকছেন।বুধবার পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে খাওয়ার পর অনির্বাণ নিজের ঘরে ঘুমোতে যান। বুধবার সকালে তিনি ঘর না খুললে বাড়ির লোকেরা ডাকাডাকি করেন। কোনও সাড়া না পেয়ে প্রতিবেশীদের খবর দেওয়া হয়। প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরে ঢুকতেই দেখা যায় অনির্বাণ খাটে নীচু হয়ে বসে আছেন। ইলেকট্রিক বোর্ড থেকে একটি এক্সটেনশন বোর্ডে মোবাইল চার্জার যুক্ত ছিল এবং সেই এক্সটেনশন বোর্ডের তারটি তাঁর হাতে জড়ানো অবস্থায় পাওয়া যায়। হাতের অংশটিও পুড়ে যাওয়া অবস্থায় দেখা যায়।তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঁশকুড়ার পিতপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande