সন্দেশখালিতে ইডির উপর হামলার অভিযোগ, সিবিআইয়ের জালে শাহজাহান ঘনিষ্ঠ দুরন্ত মোল্লা
উত্তর ২৪ পরগনা, ২৬ নভেম্বর (হি.স.): সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় এবার সিবিআইয়ের জালে শাহজাহান ''ঘনিষ্ঠ'' তৃণমূল কর্মী। ধৃতের নাম দুরন্ত মোল্লা। তাকে মঙ্গলবার রাতে গ্রেফতার করল সিবিআই। প্রসঙ্গত, রেশন দুর্নীতির মামলায় ২০২৪ সালের
সন্দেশখালিতে ইডির উপর হামলার অভিযোগ, সিবিআইয়ের জালে শাহজাহান ঘনিষ্ঠ দুরন্ত মোল্লা


উত্তর ২৪ পরগনা, ২৬ নভেম্বর (হি.স.): সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় এবার সিবিআইয়ের জালে শাহজাহান 'ঘনিষ্ঠ' তৃণমূল কর্মী। ধৃতের নাম দুরন্ত মোল্লা। তাকে মঙ্গলবার রাতে গ্রেফতার করল সিবিআই।

প্রসঙ্গত, রেশন দুর্নীতির মামলায় ২০২৪ সালের জানুয়ারি মাসে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির বাসিন্দা তথা শাসকদলের প্রভাবশালী নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল ইডির তদন্তকারী দল এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ওই দিন প্রায় কয়েকশো মহিলা ও পুরুষ একত্রিত হয়ে তদন্তকারী অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আক্রমণ করে। ওই ঘটনার 'মাস্টারমাইন্ড' শেখ শাহজাহানের নির্দেশেই ওই ঘটনা ঘটানো হয়েছিল বলে অভিযোগ সিবিআইয়ের। ওই দিনের ঘটনায় ইডির একাধিক তদন্তকারী অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রক্তাক্ত হয়েছিলেন।

সিবিআইয়ের দাবি, ওই ঘটনায় শাহজাহানের নির্দেশে মহিলা পুরুষদের একত্রিত করে অফিসারদের ওপর হামলার ঘটনায় মূল চক্রী ছিল দুরন্ত মোল্লা। ঘটনার পর থেকে শাহজাহান ঘনিষ্ঠ দুরন্ত ফেরার ছিল। একাধিকবার তার বাড়িতে সমন দেওয়া হয়েছিল। কিন্তু পলাতক দুরন্ত সহযোগিতা করেনি। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। বুধবার দুরন্ত মোল্লাকে উত্তর ২৪ পরগনার বসিরহাট আদালতে তোলা হবে বলে জানিয়েছেন সিবিআই কর্তারা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande