
নয়াদিল্লি ও কলকাতা, ২৬ নভেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের আধিকারিক ও কর্মীদের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করতে কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি লিখেছে নির্বাচন কমিশন। চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের নজরে এসেছে যে ২৪.১১.২০২৫ তারিখে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে একটি গুরুতর নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যা গণমাধ্যমেও ব্যাপকভাবে প্রকাশিত হয়েছে। সিইও-র কার্যালয়ে বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যা অপর্যাপ্ত বলে মনে হচ্ছে।
কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি পাঠিয়ে কমিশন জানায়, সিইও-র দফতরে যে পর্যায়ের নিরাপত্তা থাকা উচিত ছিল, তা স্পষ্টতই অপ্রতুল। ফলে সিইও, অ্যাডিশনাল সিইও, জয়েন্ট ও ডেপুটি সিইও-সহ দফতরের সমস্ত কর্মীর নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। কমিশনের এও দাবি, ঘটনার গুরুত্ব এতটাই বেশি যে তা ইতিমধ্যেই সংবাদমাধ্যমে তা আলোচনার কেন্দ্রে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা