
কলকাতা, ২৬ নভেম্বর (হি.স.): সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরে বাসের ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ার। মৃতার নাম আরতি দাস। পুলিশ সূত্রে খবর, বুধবার অফিস টাইমে ওই প্রৌঢ়া তাঁর স্বামীর সঙ্গে কলেজ মোড়ে রাস্তা পার হওয়ার জন্যে দাঁড়িয়েছিলেন। সেই সময় হাওড়া থেকে সল্টলেকের মহিষবাথান অভিমুখে যাচ্ছিল একটি বেসরকারি রুটের বাস। কলেজ মোড়ের সিগন্যাল খোলার পর বাসটি বাঁ দিকে ঘুরে যাওয়ার সময়ে দুর্ঘটনাটি ঘটে।
দ্রুত ছুটে যান পথচলতি মানুষ ও পুলিশ। তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। সেখানেই তাঁর মৃত্যু হয়। বাস ও চালককে আটক করেছে পুলিশ। স্থানীয়দের একাংশের অভিযোগ, চালক এবং কন্ডাক্টরের গাফিলতি রয়েছে। বাসটি দ্রুত বাঁ দিকে ঘোরার সময়ে এই দুর্ঘটনা ঘটে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ