
গুয়াহাটি, ২৬ নভেম্বর (হি.স.) : চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১৯৭১ সালের পরবর্তী মোট ১,৩৫,৯০১ জনকে বিদেশি বলে শনাক্ত করে তাঁদের বিদেশি ঘোষণা করেছে ফরেনার্স ট্রাইব্যুনাল আসাম। এছাড়া ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সৰ্বমোট ৩০,১৩০ জনকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে প্ৰত্যাবৰ্তন প্ৰক্ৰিয়ায় গত ২০১৩ সালের ১৩ মার্চ থেকে চলতি ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৪৬৭ জন বিদেশিকে তাঁদের স্বদেশে পাঠানো হয়েছে। এঁদের মধ্যে ৪৫৭ জন অভিযুক্ত বিদেশি এবং ১০ জন ঘোষিত বিদেশি। আজ বুধবার রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিন প্ৰশ্নোত্তরকালীন ঘণ্টায় অগপ-বিধায়ক রমেন্দ্ৰ নারায়ণ কলিতার অসম চুক্তির ৫ এবং ৬ নম্বর দফা কার্যকর সম্পৰ্কিত এক প্ৰশ্নের উত্তরে অসম চুক্তি রূপায়ণ দফতরের মন্ত্ৰী অতুল বরা এই তথ্য পেশ করেছেন।
বিধায়ক রমেন্দ্ৰ নারায়ণ কলিতার প্ৰশ্নের উত্তর দিতে গিয়ে অতুল বরা আরও জানান, অসম চুক্তির ৫.৩ দফা রূপায়ণের কাজ চলছে। চলতি ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পৰ্যন্ত মোট ৩৩,৪৩৯ জনকে ১৯৬৬-৭১ সালের সময়সীমার মধ্যে বিদেশি বলে ঘোষণা করেছে ফরেনার্স ট্রাইব্যুনাল। তদুপরি ৫.৪ দফার অধীনে ১৯৬৬-৭১ সালের সময়সীমার মধ্যে ঘোষিত মোট বিদেশি ৩৩,৪৩৯ জনের মধ্যে ১৮,১৭৫ জন ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পৰ্যন্ত আঞ্চলিক বিদেশি পঞ্জিয়ন আধিকারিক (রিজিওনাল ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসার)-এর কাছে নাম রেজিস্ট্রি করেছেন। ঘোষিত বিদেশিদের নাম ভোটার তালিকা থেকে কৰ্তন করার তথ্য নিৰ্বাচনি আধিকারিকের হাতে থাকে বলেও জানান মন্ত্ৰী অতুল বরা। এছাড়া, দফা ৫.৭-এর অধীনে নতুন অনুপ্ৰবেশকারীদের বহিষ্করণ প্ৰক্ৰিয়া অব্যাহত। তিনি জানান, আইএমডিটি আইন-১৯৮৩ বাতিলের পর বিদেশি আইন-১৯৪৬ অনুসারে অবৈধ বিদেশিদের শনাক্ত করার কাজও সমানে চলছে।
অসম চুক্তির ৬ নম্বর দফা কার্যকরকরণ সম্পর্কিত বিধায়ক রমেন্দ্র কলিতার প্ৰশ্নের উত্তরে মন্ত্ৰী অতুল বরা বলেন, অসম চুক্তির ৬ নম্বর দফার অন্তৰ্ভুক্ত অসমিয়াদের সাংবিধানিক রক্ষা কবচের বিষয়ের পাশাপাশি অন্যান্য দফাগুলো রূপায়ণ করতে রাজ্য সরকারের তত্ত্বাবধানে একটি উপসমিতি গঠন করা হয়েছিল। এই উপসমিতি অসম চুক্তির সবগুলি দফা বাস্তবায়ন করতে একটি রূপরেখা প্ৰস্তুত করেছে। সে অনুযায়ী দফাগুলি রূপায়ণের জন্য যাবতীয় ব্যবস্থা গ্ৰহণ করেছে উপসমিতি। মন্ত্রী জানান, ইতিমধ্যে বেশ কয়েকবার আলোচনার পর প্রতিবেদন দাখিল করেছে উপসমিতি।
এছাড়া মন্ত্ৰী বরা জানান, অবসরপ্ৰাপ্ত বিচারপতি বিপ্লবকুমার শৰ্মার নেতৃত্বে একটি উচ্চস্তরীয় সমিতি গঠন করে দিয়েছিল কেন্দ্ৰীয় স্বরাষ্ট্র দফতর। উপসমিতির প্ৰতিবেদন কেন্দ্ৰীয় স্বরাষ্ট্র দফতরের পক্ষে অসম সরকার গ্ৰহণ করেছিল। উপরন্তু অবসরপ্রাপ্ত বিচারপতি বিপ্লবকুমার শৰ্মার প্ৰতিবেদনে প্রদত্ত পরামৰ্শবলি রূপায়ণের জন্য মুখ্যমন্ত্ৰীর পৌরোহিত্যে সারা অসম ছাত্ৰ সংস্থা এব পরমৰ্শাবলির সঙ্গে জড়িত বিভিন্ন বিভাগও ইতিমধ্যে কয়েক দফায় আলোচনা সমাপ্ত করেছে। অধিকন্তু ২০২৫-২৬ অর্থবৰ্ষে প্ৰয়োজনীয় বাজেট ঘোষণা করে পরামৰ্শাবলি অতি শীঘ্ৰ রূপায়ণের ব্যবস্থা গ্ৰহণ করা হয়েছে বলে বিধানসভায় জানান মন্ত্ৰী অতুল বরা।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস