
মুর্শিদাবাদ, ২৬ নভেম্বর ( হি. স.) বুধবার নিউ ফরাক্কা স্টেশনে জিআরপির তৎপরতায় উদ্ধার হল ছয় লক্ষ টাকার জালনোট। উত্তর প্রদেশে পাচারের আগেই আটক হল এক সন্দেহভাজন ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে নিউ ফরাক্কা জিআরপির আইসি প্রশান্ত রায় ও ভারপ্রাপ্ত আধিকারিক বাপ্পাদিত্য ঝার নেতৃত্বে একটি বিশেষ দল স্টেশনে অভিযান চালায়।জিআরপি জানায়, নিউ ফরাক্কা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় এক ব্যক্তিকে। তাকে আটক করে তল্লাশি চালাতেই তার ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় মোট ছয় লক্ষ টাকার জালনোট। জেরা করে পুলিশ জানতে পারে, জালনোটগুলি মালদার বৈষ্ণবনগর এলাকা থেকে আনা হয়েছিল। ধৃত ব্যক্তি সেগুলি নিয়ে উত্তর প্রদেশে যাওয়ার পরিকল্পনা করছিল। জালনোট পাচারচক্রের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কি না, তাও খতিয়ে দেখছে নিউ ফরাক্কার জিআরপি। ধৃতকে বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়