
কলকাতা, ২৬ নভেম্বর (হি.স.): ভস্মীভূত হয়ে গেল ঝুপড়ির দু’টি ঘর। আহত হলেন এক তরুণী। বুধবার বরাহনগরের আলমবাজার এলাকায় ঘটনাটি ঘটে। পিডব্লিউডি রোডের ধারের ওই ঝুপড়িতে এ দিন সকালে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা পাশের ঘরে ছড়িয়ে যায়। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নেভে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
প্রাথমিক ভাবে দমকল বাহিনীর কর্মীদের অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগেছে। জানা যায়, আগুনে মৌসম কুমারী নামের এক তরুণী জখম হয়েছেন। তিনি রান্না করার সময়েই দুর্ঘটনাটি ঘটে। তরুণীর হাত ও পিঠ ঝলসে গিয়েছে। তাঁকে বরাহনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ