
মুম্বই, ২৬ নভেম্বর (হি.স.): হাড়হিম ঘটনা ঘটে গেল মুম্বইয়ে। ২১ বছর বয়সি এক পড়ুয়াকে তাঁর জন্মদিন পালনের অছিলায় ডেকে এনে তাঁর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরাল বন্ধুরা। পুলিশ জানায়, বিনোবা ভাবে থানা এলাকার বাসিন্দা আব্দুল রহমান নামে ওই পড়ুয়ার জন্মদিন ছিল মঙ্গলবার। তিনি এক বহুতলে থাকেন। মঙ্গলবার রাতে তাঁকে বহুতলের নিচে ডেকে পাঠায় তাঁর কয়েকজন বন্ধু। তিনি নেমে আসার পরে কেক কাটার নাম করে তাঁর গায়ে ডিম ও পাথর ছোড়ে তারা।
কিছুক্ষণ পরে রাস্তার পাশে পার্ক করে রাখা একটি স্কুটার থেকে পেট্রোল বের করে আব্দুলের গায়ে ঢেলে দেওয়া হয় ও আগুন ধরানো হয়। গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম হয়েছেন আব্দুল। স্থানীয় হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। তদন্ত শুরু করেছে বিনোবা ভাবে থানার পুলিশ। এখনও কেউ ধরা পড়েনি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা