হাইলাকান্দিতে গুলি চালনার মহড়া, কাটলিছড়া এবং শিরিষপুরে নিষেধাজ্ঞা
হাইলাকান্দি (অসম), ২৬ নভেম্বর (হি.স.) : গুলি চালনার মহড়ার পরিপ্রেক্ষিতে আগামীকাল ২৭ নভেম্বর পর্যন্ত হাইলাকান্দি জেলার অন্তর্গত কাটলিছড়া এবং শিরিষপুরে কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন হাইলাকান্দির জেলা কমিশনার। হাইলাকান্দির জেলা কমিশনারের জারিকৃত বিজ্
হাইলাকান্দিতে গুলি চালনার মহড়া, কাটলিছড়া এবং শিরিষপুরে নিষেধাজ্ঞা


হাইলাকান্দি (অসম), ২৬ নভেম্বর (হি.স.) : গুলি চালনার মহড়ার পরিপ্রেক্ষিতে আগামীকাল ২৭ নভেম্বর পর্যন্ত হাইলাকান্দি জেলার অন্তর্গত কাটলিছড়া এবং শিরিষপুরে কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন হাইলাকান্দির জেলা কমিশনার।

হাইলাকান্দির জেলা কমিশনারের জারিকৃত বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে আজ বুধবার জেলা তথ্য ও জনসংযোগ দফতর এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, কাটলিছড়া ফায়ারিং রেঞ্জ এবং শিরিষপুর ফায়ারিং রেঞ্জের চতুর্দিকে ৫০০ মিটার বরাবর এলাকায় আজ ২৬ নভেম্বর থেকে জনসাধারণ এবং গবাদি পশুর প্রবেশ ও চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কাটলিছড়া ফায়ারিং রেঞ্জে ২১ এ ব্যাটালিয়নের গুলি চালানোর মহড়ার জন্য ২৬ নভেম্বর থেকে প্রতিদিন সকাল ছয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত এবং শিরিষপুর ফায়ারিং রেঞ্জে ২৬ এবং ২৭ নভেম্বর সকাল ছয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে বলে পৃথক পৃথক দুটি আদেশে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande