ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের প্রস্তুতি চূড়ান্ত
কলকাতা, ২৬ নভেম্বর ( হি. স.) আগামী ৭ ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হতে চলেছে পূর্ব ভারতের সবচেয়ে বড় গীতা পাঠ অনুষ্ঠান। নবদ্বীপ, কলকাতা এবং শিলিগুড়িতে আয়োজিত পূর্ববর্তী গীতা পাঠ–যজ্ঞের পর এবার ব্রিগেডে পাঁচ লক্ষ মানুষের সম্মিলিত গীতা পাঠ
গীতা পাঠ সাংবাদিক বৈঠক


কলকাতা, ২৬ নভেম্বর ( হি. স.) আগামী ৭ ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হতে চলেছে পূর্ব ভারতের সবচেয়ে বড় গীতা পাঠ অনুষ্ঠান। নবদ্বীপ, কলকাতা এবং শিলিগুড়িতে আয়োজিত পূর্ববর্তী গীতা পাঠ–যজ্ঞের পর এবার ব্রিগেডে পাঁচ লক্ষ মানুষের সম্মিলিত গীতা পাঠের লক্ষ্যে প্রস্তুতি চলছে জোরকদমে। আয়োজনে নেতৃত্ব দিচ্ছেন স্বামী প্রদীপ্তানন্দ, স্বামী নির্গুণানন্দ , স্বামী বন্ধুগৌরভানন্দ ও স্বামী সর্বানন্দ।স্বামী প্রদীপ্তানন্দ জানিয়েছেন, গীতা আজ ঘরের গ্রন্থ হিসেবে গৃহীত হচ্ছে। নবজাগরণের একমাত্র ধর্মগ্রন্থ হিসেবে এর প্রচার প্রয়োজন, বিশেষ করে যুবসমাজকে অনৈতিকতার দিক থেকে ফিরিয়ে আনতে এর বার্তা গুরুত্বপূর্ণ।স্বামী নির্গুণানন্দ বলেন, ভারতের ঐতিহ্যের অংশ গীতা পাঠকে যুবসমাজের কাছে পৌঁছে দেওয়া সময়ের দাবি। গীতাই একমাত্র গ্রন্থ যার জন্মজয়ন্তী পালন করা হয়। ১ ডিসেম্বর কলকাতার দোহী ঘাট থেকে ১,০০০ কলস নিয়ে যাত্রা বের হবে। মণ্ডপ নির্মাণের আগে ভূমিপূজো সম্পন্ন হবে। পার্থ সারথি, চৈতন্য এবং শঙ্করাচার্য—এই তিনটি মঞ্চে প্রথম, নবম ও অষ্টাদশ অধ্যায়ের পাঠ অনুষ্ঠিত হবে। অসম, ত্রিপুরা, দিল্লি থেকে বহু সাধু–সন্ত উপস্থিত থাকবেন। নেপাল ও বাংলাদেশ থেকেও সাধুসন্তরা যোগ দিতে পারেন বলে মনে করছেন উদ্যোক্তারা। আয়োজকদের দাবি, এই অনুষ্ঠানের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই; মূল উদ্দেশ্য সাধারণ মানুষকে হিন্দু ধর্মের সারবত্তা জানানো। প্রশাসনিক অনুমতির সব প্রক্রিয়া সম্পন্নের পথে।পাঁচ লক্ষ গীতা বাংলা ও হিন্দি ভাষায় বিতরণ করা হবে বলেও আয়োজকরা জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande