
নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গ সরকারের সমালোচনায় সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গ বাংলাদেশি ও অনুপ্রবেশকারীদের আঁতুড়ঘরে পরিণত হয়েছে। বুধবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিরিরাজ সিং বলেন, পচিম্বঙ্গ বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের আঁতুরঘর হয়ে উঠেছে। তাদের পরিচয়পত্র এবং অন্যান্য নথিপত্র দেওয়া হয়েছে, যার ফলে তারা অবৈধভাবে থাকতে পারে।
গিরিরাজ এও বলেন, তৃণমূল কংগ্রেস এই অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংকের উপর নির্ভরশীল। মমতা বন্দ্যোপাধ্যায় এই অবৈধ অনুপ্রবেশকারীদের খুশি করার জন্য অসাংবিধানিক এবং হিন্দুদের বিরুদ্ধে সবকিছু করেন। তৃণমূল বিধায়কদের বাবরি মসজিদ পুনর্নির্মাণের দাবি দুর্ভাগ্যজনক। যারা নিজেদের বাবর এবং ঔরঙ্গজেবের পুত্র বলে দাবি করে তাদের ভারতে থাকার কোনও অধিকার নেই।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা