সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ, আদালতে পেশ অভিযুক্তকে
তমলুক, ২৬ নভেম্বর ( হি. স.) সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে তমলুক থানার পুলিশ গ্রেফতার করল শেখ মুঈনুদ্দীন নামের এক সরকারি কর্মচারীকে। জানা গেছে, শেখ মুঈনুদ্দীন ডিস্ট্রিক্ট ড্রাগ লাইসেন্স অফিসের গ্রুপ–ডি কর্মচারী। তাঁর বাড়ি রা
গ্রেফতার সরকারি কর্মচারী


তমলুক, ২৬ নভেম্বর ( হি. স.) সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে তমলুক থানার পুলিশ গ্রেফতার করল শেখ মুঈনুদ্দীন নামের এক সরকারি কর্মচারীকে। জানা গেছে, শেখ মুঈনুদ্দীন ডিস্ট্রিক্ট ড্রাগ লাইসেন্স অফিসের গ্রুপ–ডি কর্মচারী। তাঁর বাড়ি রায়গঞ্জে হলেও চাকরির সূত্রে তমলুকে সরকারি আবাসনে থাকতেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই আবাসনে পৌঁছে তাঁকে আটক করে। তল্লাশি চালিয়ে পুলিশ তাঁর ঘর থেকে ১৫টিরও বেশি অ্যাডমিট কার্ড উদ্ধার করে। প্রাথমিক তদন্তে ধারণা, চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বহু প্রার্থীর কাছ থেকে টাকা নিয়েছিলেন। বুধবার দুপুর দু’টো নাগাদ তাকে তমলুক আদালতে পেশ করা হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ অভিযুক্তের ৭ দিনের রিমান্ড চেয়েছে।ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande