
নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): মুম্বইয়ে ২৬/১১-র ভয়াবহ সন্ত্রাসী হামলার শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে তিনি জানিয়েছেন, সন্ত্রাসবাদ শুধুমাত্র একটি দেশের জন্য নয়, বরং সমগ্র মানব জাতির জন্য অভিশাপ। বুধবার সকালে এক্স মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, ২০০৮ সালের এই দিনেই সন্ত্রাসীরা মুম্বইয়ে কাপুরুষোচিত হামলা চালিয়ে জঘন্য ও অমানবিক কাজ করেছিল। এই কাপুরুষোচিত হামলায় প্রাণ হারানো সকলকে শ্রদ্ধা জানাই।
সন্ত্রাসবাদের নিন্দা করে এক্স মাধ্যমে অমিত শাহ জানান, সন্ত্রাসবাদ কেবল একটি দেশের জন্য নয়, বরং সমগ্র মানব জাতির জন্য অভিশাপ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোদী সরকারের শূন্য-সহনশীলতা নীতি স্পষ্ট, যা সমগ্র বিশ্ব প্রশংসা করছে এবং ভারতের সন্ত্রাসবিরোধী অভিযানকে ব্যাপক সমর্থন দিচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা