
নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): ভারতীয় সংবিধান প্রতিটি নাগরিককে সমান সুযোগ প্রদানের পথ প্রশস্ত করে। সংবিধান দিবসে এই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার এক্স মাধ্যমে অমিত শাহ জানান, সংবিধান দিবসে আমি বাবাসাহেব ডঃ ভীমরাও আম্বেদকর, ডঃ রাজেন্দ্র প্রসাদ এবং গণপরিষদের সমস্ত মহান সদস্যকে প্রণাম জানাই এবং এই দিনে দেশবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।
অমিত শাহ এও জানান, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের সংবিধান, প্রতিটি নাগরিককে সমান সুযোগ, মর্যাদাপূর্ণ জীবন, জাতীয় কর্তব্য এবং অধিকার প্রদানের মাধ্যমে একটি শক্তিশালী দেশ গঠনের পথ প্রশস্ত করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে আরও সচেতন করার জন্য 'সংবিধান দিবস' শুরু করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা