আমেঠিতে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ
আমেঠি, ২৬ নভেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের আমেঠি জেলাতে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ। বুধবার সকালে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পিপারপুর থানার অন্তর্গত ইসমাইলপুর গ্রামে। মৃতের নাম লভকুশ বিশ্বকর্মা (৩৩)। পরিবার সূত্রে জানা গেছে , লভকুশ শ্রমিকের কা
আমেঠিতে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ


আমেঠি, ২৬ নভেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের আমেঠি জেলাতে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ। বুধবার সকালে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পিপারপুর থানার অন্তর্গত ইসমাইলপুর গ্রামে। মৃতের নাম লভকুশ বিশ্বকর্মা (৩৩)।

পরিবার সূত্রে জানা গেছে , লভকুশ শ্রমিকের কাজ করত। কিছুদিন ধরেই সে অসুস্থতায় ভুগছিল এবং মানসিকভাবে অস্বাভাবিক আচরণ করছিল । বুধবার সকালে পরিবারের লোকজন ঘরের ভেতর তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়।

এক পুলিশ আধিকারিক জানান, খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। তিনি আরও জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande