
হুগলি, ২৬ নভেম্বর (হি.স.): হুগলি জেলার ভোটার তালিকারবিশেষ নিবিড় সংশোধন এর কাজে ভাল পারফরম্যান্সের জন্য বুথ লেভেল অফিসার সুভাষ বসুকে হুগলি সদরের এসডিও কর্তৃক পুরস্কৃত ও সম্মানিত করা হয়েছে। চুঁচুড়া বিধানসভা ক্ষেত্রে ৩৫০ নম্বর পার্টের বিএলও সুভাষ বসু।
বুধবার সন্ধ্যায় জেলা তথ্য ও সংস্কৃতি দফতর থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, এই বুথে মোট ৯২৩ জন ভোটার আছেন। বিএলও সুভাষ বসু একশো শতাংশ ফর্ম বিতরণ করেছেন। এছাড়াও ৯৮ শতাংশ ডেটা ডিজিটাইজেশনের কাজ সম্পন্ন করে অসাধারণ দক্ষতা দেখিয়েছেন।
নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কর্মসূচিতে সময়োপযোগী এবং গুণমানসম্পন্ন কাজ সম্পন্ন করার জন্য জেলাজুড়ে সুভাষ বসু প্রশংসিত হয়েছেন। এসডিও তাঁকে একটি শংসাপত্র এবং পুরষ্কার প্রদান করে তাঁর কাজের প্রশংসা করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ