
বারাকপুর, ২৬ নভেম্বর ( হি. স.) : বারাকপুর মহকুমার মোহনপুর থানার অন্তর্গত গ্রীন পার্ক এলাকায় পারিবারিক অশান্তির জেরে গৃহবধূকে পিটিয়ে খুন করল প্রাক্তন সেনাকর্মী স্বামী। মৃতার নাম গীতা বিশ্বাস। অভিযুক্ত স্বামী সমীর কুমার বিশ্বাসকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে মোহনপুর থানার পুলিশ।জানা গেছে, দীর্ঘদিন ধরেই সমীর ও গীতার মধ্যে অশান্তি চলছিল। তাদের এক বিবাহিত কন্যা এবং কর্মসূত্রে বাইরে থাকা এক পুত্র রয়েছে। অভিযোগ, বুধবার সকালে বাড়ির গেটে তালা লাগিয়ে সমীর নিজের স্ত্রীকে নির্মমভাবে প্রহার করেন। এলাকাবাসীরা চিৎকার শুনে বাইরে থেকে ডাকাডাকি করলেও গেট বন্ধ থাকায় কেউ ভেতরে ঢুকতে পারেনি। পরে তারা পুলিশে খবর দেন।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেটের তালা ভেঙে ঘরে ঢোকে। সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় গীতা বিশ্বাসকে। মাথায় ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। চিকিৎসার আগেই তিনি মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বহুদিন ধরেই দাম্পত্য কলহ চরমে উঠেছিল এবং পুলিশকে বিষয়টি জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনার পরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এলাকার মানুষ অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়