স্ত্রীকে নৃশংস খুন, বুদবুদে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা
দুর্গাপুর, ২৬ নভেম্বর (হি.স.) : স্ত্রীকে নৃশংসভাবে খুনের মামলায় পাঁচ বছর পর স্বামী সুনীল কিস্কুকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল দুর্গাপুর মহকুমা আদালত। বুধবার আদালতের অতিরিক্ত দায়রা বিচারক প্রশান্ত চৌধুরী এই রায় ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গে
স্ত্রীকে নৃশংস খুন, বুদবুদে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা


দুর্গাপুর, ২৬ নভেম্বর (হি.স.) : স্ত্রীকে নৃশংসভাবে খুনের মামলায় পাঁচ বছর পর স্বামী সুনীল কিস্কুকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল দুর্গাপুর মহকুমা আদালত। বুধবার আদালতের অতিরিক্ত দায়রা বিচারক প্রশান্ত চৌধুরী এই রায় ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্ত সুনীল কিস্কু বুদবুদের ভাতকুন্ডার বাসিন্দা। ২০২০ সালে স্ত্রী সোনামনি কিস্কু (২১)-কে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। জঙ্গলের ভেতর থেকে সোনামনির রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল। ঘটনার পর সোনামনির বাবা বুদবুদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অনুযায়ী তদন্ত শুরু করে পুলিশ।

খুনের পর থেকেই সুনীল পলাতক ছিল। দু’মাস পর তাকে পুলিশ গ্রেফতার করে। এরপর দুর্গাপুর মহকুমা আদালতে মামলার শুনানি শুরু হয়। দীর্ঘ পাঁচ বছর ধরে চলা বিচারপ্রক্রিয়ার পর মঙ্গলবার আদালত সুনীলকে দোষী সাব্যস্ত করে। বুধবার বিচারক সুনীলকে যাবজ্জীবন কারাদণ্ড, সঙ্গে ১৫ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে অতিরিক্ত ছ’মাসের জেল হেফাজতের নির্দেশ দেন।

দুর্গাপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী সুজিত রায় বলেন, “পাঁচ বছর ধরে মামলা চলেছে। আজ আদালত সাজা ঘোষণা করল। মৃতার পরিবার ন্যায় বিচার পেল।”

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande