ফর্ম পূরণ করা ভোটারদের দায়িত্ব নয়, এসআইআর নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টে
নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): “আইন অনুসারে কোনও কিছু নথিপত্রকরণের বোঝা ভোটারদের উপর চাপানো যেতে পারে না।” বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী কবিল সিব্বল এই মন্তব্য করেন। তাঁর বক্তব্যের প্রেক্ষিতে প্রধান বিচার
ফর্ম পূরণ করা ভোটারদের দায়িত্ব নয়, এসআইআর নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টে


নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): “আইন অনুসারে কোনও কিছু নথিপত্রকরণের বোঝা ভোটারদের উপর চাপানো যেতে পারে না।” বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী কবিল সিব্বল এই মন্তব্য করেন।

তাঁর বক্তব্যের প্রেক্ষিতে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, “তার মানে আপনি বলতে চাইছেন ভোটার তালিকায় কারও নাম উঠে যাওয়া মানে সেটি বৈধ। তার পরে যদি কেউ বলেন সেখানে ভুল রয়েছে, তা তাদের প্রমাণ করতে হবে। এটাই তো?”

সিব্বল আদালতে সওয়াল করেন, এই ধরনের প্রক্রিয়া আগে কখনও দেশে হয়নি। কিন্তু তাতে আপত্তি জানান প্রধান বিচারপতি। তিনি বলেন, ‘আগে দেশে কখনও হয়নি’— এই মাপকাঠিতে কোনও প্রক্রিয়ার সাংবিধানিক বৈধতা বিচার করা যায় না। তথ্য সংগ্রহের এই প্রক্রিয়া কোনও ভাবেই দু’মাসের মধ্যে করা সম্ভব নয়।

বিচারপতি বাগচী জানান, নথিপত্র ঠিকঠাক রয়েছে কি না, তা যাচাই করার সাংবিধানিক এক্তিয়ার রয়েছে নির্বাচন কমিশনের। আধার কার্ড কখনোই নাগরিকত্বকে সম্পূর্ণ ভাবে প্রমাণ করতে পারে না। সেই কারণেই আমরা বলেছি এই তালিকার মধ্যে অন্যতম একটি নথি হতে পারে। যদি কারও নাম বাদ যায়, তবে তাঁদের নোটিস দিতে হবে।”

এ দিন শুনানিতে দেশের নতুন প্রধান বিচারপতি সূর্যকান্তের সঙ্গে বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande