
নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): আত্মঘাতী হলেন কমলা পসন্দ সংস্থার মালিক কমল কিশোরের পুত্রবধূ। মঙ্গলবার রাতে দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয় কমল কিশোরের পুত্রবধূ ৪০ বছর বয়সী দীপ্তি চৌরাসিয়ার মরদেহ। কেন তিনি আত্মহত্যা করলেন, তা তদন্ত করে দেখছে পুলিশ।
বুধবার দিল্লি পুলিশ জানিয়েছে, কমলা পসন্দ সংস্থার মালিক কমল কিশোরের পুত্রবধূ দীপ্তি চৌরাসিয়া (৪০) গতকাল সন্ধ্যায় আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। তাঁর মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ একটি ডায়েরি উদ্ধার করেছে, যেখানে তার স্বামী হরপ্রীত চৌরাসিয়ার সঙ্গে বিরোধের কথা উল্লেখ করা হয়েছে। দীপ্তি ২০১০ সালে হরপ্রীতকে বিয়ে করেছিলেন। এই দম্পতির ১৪ বছরের একটি ছেলে রয়েছে। ডাক্তারদের একটি প্যানেল ময়নাতদন্ত করবে। গতকাল রাতে তাঁর মৃতদেহ সফদরজং হাসপাতালে আনা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা