
নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): নির্বাচন কমিশন-সহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি লাগাতার আক্রমণ শানাচ্ছেন বিরোধীরা। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর বিরোধিতায়ও সরব বিরোধীরা। এমতাবস্থায় সংবিধান দিবসে বিরোধীদের উদ্দেশ্যে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বললেন, সংবিধানের প্রতি সকলের সম্মান থাকা উচিত।
এসআইআর সম্পর্কে বিরোধীদের মন্তব্যের বিষয়ে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, যারা সংবিধানে বিশ্বাস করেন তাঁরা এই ধরনের কথা বলবেন না, প্রতিটি ব্যবস্থা, প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি প্রক্রিয়া এবং প্রতিটি অবস্থানের মর্যাদার কথা মাথায় রেখে, সংবিধানের অধীনে যা কিছু বিদ্যমান, তা সে প্রতিষ্ঠান হোক বা অনুশীলন, সকলেরই অনুসরণ করা উচিত। এটি সংবিধানের মৌলিক নীতি। সকলেরই কেবল সংবিধান নয়, বরং সংবিধানের মধ্যে যা লেখা আছে তার চেতনাকেও সম্মান করা উচিত।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা