বেলডাঙায় ‘বাবরি মসজিদ’ নির্মাণে জমি মালিকের বাধা, চাপে বিধায়ক হুমায়ুন কবীর
বেলডাঙা, ২৬ নভেম্বর ( হি. স.)-সম্রাট বাবরের আমলে নির্মিত ঐতিহাসিক বাবরি মসজিদের স্মরণে মুর্শিদাবাদের বেলডাঙায় নতুন ‘বাবরি মসজিদ’ তৈরির ঘোষণা ঘিরে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর সম্প্রতি সমাজমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে
জমি বিতর্ক


বেলডাঙা, ২৬ নভেম্বর ( হি. স.)-সম্রাট বাবরের আমলে নির্মিত ঐতিহাসিক বাবরি মসজিদের স্মরণে মুর্শিদাবাদের বেলডাঙায় নতুন ‘বাবরি মসজিদ’ তৈরির ঘোষণা ঘিরে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর সম্প্রতি সমাজমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে জানিয়েছিলেন, আগামী ৬ ডিসেম্বর তিনি বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পোস্টে তিনি নিজেকে পশ্চিমবঙ্গ ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দেন।কিন্তু ঘোষণার পরই জটিলতা শুরু। বেলডাঙার মির্জাপুরের খাগড়ুপাড়া মোড়ের কাছে ছ’বিঘা জমিতে মসজিদ নির্মাণের পরিকল্পনা করছেন—এমন খবর পেয়ে জমির মালিক তাজিমউদ্দিন চৌধুরী বুধবার শ্রমিক লাগিয়ে টিন ও বাঁশের বেড়া দিয়ে জমি ঘিরে দেন। তাঁর অভিযোগ, অনুমতি ছাড়াই ওই জমি ব্যবহার করার চেষ্টা করেছিলেন হুমায়ুন।এই ঘটনায় হুমায়ুন কবীরের পরিকল্পনা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও তিনি দাবি করেছেন, “৬ ডিসেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন হবেই, তবে ঠিক কোথায় হবে তা কাউকে বলব না।” তিনি আরও জানান, জমি মালিকের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছিল, কিন্তু রাজনৈতিক প্রভাবে তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিরোধিতা করতে বলা হয়েছে।প্রসঙ্গত, ৬ ডিসেম্বর তৃণমূল কংগ্রেস ধর্মতলায় ‘সংহতি দিবস’ পালন করবে, কিন্তু ওই অনুষ্ঠানে হুমায়ুন কবীর উপস্থিত থাকবেন না বলেই জানা গেছে। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande