জু‌বিন গার্গ স্মর‌ণে ২৯শে মিউজিক্যা ল নাইট লোয়াইর‌পোয়ায়
বাজারিছড়া (অসম), ২৬ নভেম্বর (হি.স.) : প্রয়াত বহুমুখী কিমবদন্তি কণ্ঠশিল্পী জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ২৯ নভেম্বর সন্ধ্যাায় লোয়াইরপোয়ার শিবমন্দির প্রাঙ্গণে বিশেষ সাংস্কৃ‌তিক অনুষ্ঠান‌ মিউজিক্যা ল নাইট-এর আয়োজন করা হয়েছে। আ‌য়োজক‌
জু‌বিন গার্গ স্মর‌ণে ২৯শে মিউজিক্যা ল নাইট লোয়াইর‌পোয়ায়


বাজারিছড়া (অসম), ২৬ নভেম্বর (হি.স.) : প্রয়াত বহুমুখী কিমবদন্তি কণ্ঠশিল্পী জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ২৯ নভেম্বর সন্ধ্যাায় লোয়াইরপোয়ার শিবমন্দির প্রাঙ্গণে বিশেষ সাংস্কৃ‌তিক অনুষ্ঠান‌ মিউজিক্যা ল নাইট-এর আয়োজন করা হয়েছে।

আ‌য়োজক‌দের পক্ষে রাজু ভট্টাচার্য, সুভাষ দাস, কৌশিক আচাৰ্য, সুব্রত দেব, কাজল আচাৰ্যরা জানান, ‘মায়াবিনী রাতির বুকুত দেখা পালোঁ তোমার ছবি...’-র স্রষ্টা প্রখ্যাত সুরকার ও গায়ক জুবিন গার্গ জীবদ্দশায় সংগীত ও সি‌নেমা জগ‌তে বহুল ছাপ রে‌খে গে‌ছেন। অসংখ্য দর্শক ও শ্রোতা‌দের ম‌ধ্যে ‌তি‌নি অমর হ‌য়ে থাক‌বেন। মহান এই শিল্পীর স্মৃতির উদ্দেশ্যে এদিনের অনুষ্ঠা‌নে তাঁক গানে গানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হ‌বে। অনউষ্ঠানে সকল সংগীতপ্রেমী জনগণের উপস্থিতি ও স‌ক্রিয় সহ‌যো‌গিতা কামনা করেছে আয়োজক মণ্ডলী।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande