
ভোপাল, ২৬ নভেম্বর (হি.স.): খেলাধূলা থেকে কৃষক কল্যাণ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সামনে রেখে বুধবার ইন্দোর ও উজ্জয়িনীতে দিনভর সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব। খেলাধূলা , কৃষক কল্যাণ, পরিকাঠামো এবং ধর্মীয়–সাংস্কৃতিক উন্নয়ন চার ক্ষেত্রেই বুধবার একাধিক প্রকল্পের উদ্বোধন ও ঘোষণার করবেন তিনি।
জানা গেছে , এদিন সকালে ভোপালের ওয়াটার স্পোর্টস সেন্টারে জাতীয় রোয়িং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে তিনি ইন্দোরের উদ্দেশ্যে রওনা দেন।
সেখানেই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষে ‘নর্মদা প্রবাহ যাত্রা–ইউনিটি মার্চ’-এর উদ্বোধন ও জনসভা থেকে দুপুরে গৌতমপুরায় ‘ভবান্তর কৃষক সম্মেলনে’ পৌঁছবেন। গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা হতে পারে বলেও সূত্রের দাবি। বিকেলে উজ্জয়িনীর আকাশবাণী কেন্দ্র, সন্দীপনি বিদ্যালয়, রেলওয়ে ওভারব্রিজ–সহ একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। সন্ধ্যায় ভোপালে ফিরবেন মুখ্যমন্ত্রী।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য