
মহিষাদল, ২৬ নভেম্বর ( হি. স.) দিনের পর দিন হনুমানের আক্রমণে অতিষ্ঠ মহিষাদল ব্লকের মধ্যহিংলী ও ঝাউপাতরা এলাকার বাসিন্দারা। বুধবার সকালে ফের কয়েকটি হনুমান অতর্কিতে কয়েকজনকে হামলা করে। মহিলা ও পুরুষসহ মোট চারজন গুরুতর জখম হন। আহতদের দ্রুত বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয়দের অভিযোগ, রাস্তায় চলাফেরার সময় হনুমানগুলি আচমকা ঝাঁপিয়ে পড়ে। বাচ্চা থেকে শুরু করে বয়স্ক—কাউকেই রেহাই দিচ্ছে না। বহু মানুষ ইতিমধ্যেই আঘাত পেয়েছেন। ফলে সাধারণ মানুষ আতঙ্কে রাস্তায় বেরোতেই ভয় পাচ্ছেন। বাসিন্দাদের অভিযোগ, বহুবার বন দফতরে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি। এদিনের ঘটনার পর ক্ষোভ আরও তীব্র হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়