
কলকাতা, ২৬ নভেম্বর (হি.স.): গণতন্ত্র ঝুঁকির মুখে; ধর্মনিরপেক্ষতা বিপন্ন, সংবিধান দিবসে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে এক্স মাধ্যমে মমতা জানান, এই সংবিধান দিবসে, আমাদের মহান সংবিধানের প্রতি, ভারতে আমাদের আবদ্ধকারী মহান দলিলের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। আমি আমাদের সংবিধানের দূরদর্শী প্রণেতাদের, বিশেষ করে সংবিধানের প্রধান স্থপতি ডঃ বি. আর. আম্বেদকরের প্রতিও আমার শ্রদ্ধা জানাই। আমি বিশেষ করে বাংলার গণপরিষদের সদস্যদের প্রতিও আমার শ্রদ্ধা জানাই, যারা সংবিধান গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আমি বিশ্বাস করি, আমাদের সংবিধান আমাদের দেশের মেরুদণ্ড যা আমাদের সংস্কৃতি, ভাষা এবং সম্প্রদায়ের বিশাল বৈচিত্র্যকে দক্ষতার সঙ্গে একত্রিত করে একটি সমন্বিত, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে পরিণত করে।
মুখ্যমন্ত্রী মমতা এক্স-এ এও লেখেন, এই পবিত্র দিনে, আমরা আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত মূল গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করি এবং একটি দেশ হিসেবে আমাদের সংজ্ঞায়িত এবং টিকিয়ে রাখার পবিত্র নীতিগুলিকে সতর্কতার সঙ্গে রক্ষা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এখন, যখন গণতন্ত্র ঝুঁকির মুখে, যখন ধর্মনিরপেক্ষতা বিপন্ন পরিস্থিতিতে, যখন ফেডারেলিজমকে ধ্বংস করা হচ্ছে, এই সংকটময় সময়ে, আমাদের সংবিধান যে মূল্যবান নির্দেশনা প্রদান করে তা রক্ষা করতে হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা