বরোদা'কে হারিয়ে ছয় উইকেটে জয় বাংলার
হায়দ্রাবাদ, ২৬ নভেম্বর (হি. স.) : সৈয়দ মুস্তাক আলি ট্রফি ক্রিকেটে প্রথম খেলায় বাংলার জয়। উদ্বোধনী পর্বেই বরোদা''কে হার মানতে হয়েছে। ওপেনার অভিষেক পোড়েল এর অর্ধ শতরানের ইনিংস উপহার সাফল্য। তবে, দাপুটে জয়ে অভিযান বাংলার। রাজীব গান্ধী আন্তর্জাতি
বাংলার খেতাব জয়, সেরার শিরোপা  মাথায়


হায়দ্রাবাদ, ২৬ নভেম্বর (হি. স.) : সৈয়দ মুস্তাক আলি ট্রফি ক্রিকেটে প্রথম খেলায় বাংলার জয়। উদ্বোধনী পর্বেই বরোদা'কে হার মানতে হয়েছে। ওপেনার অভিষেক পোড়েল এর অর্ধ শতরানের ইনিংস উপহার সাফল্য।

তবে, দাপুটে জয়ে অভিযান বাংলার। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বরোদা দলের ৬ উইকেটে পরাজয় ঘটে। টসে জিতে ফিল্ডিং নেয় বাংলা ।

উল্লেখ্য, বাংলার সামনে জয়ের জন্য ১৮২ রানের লক্ষ্যমাত্রা রাখে বরোদা। এদিনের খেলায় মাত্র ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে ১৭.১ ওভারেই রান তুলে নিয়েছে বাংলা। সর্বাধিক ৫০ রান করে ওপেনার অভিষেক পোড়েল। বিপরীতে করণ ৪২ রান, সাকির হাবিব গান্ধী ৬, অভিমন্যু ১৬ রান করে।

এরপর সুদীপ কুমার ঘরামি ও শাহবাজ আহমেদ জুটি বাংলাকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। শাহবাজের অপরাজিত ৩৮ রান উল্লেখযোগ্য।

এই ম্যাচে হার্দিক পাণ্ডিয়া দলে ছিল না। বরোদার নির্ধারিত ২০ ওভারে ৮/১৮১ রান করে। সক্ষম চৌধুরী ৩ ওভারে ২৪ ও ঋত্বিক চট্টোপাধ্যায় ৪ ওভারে ৩৮ রানে দুটি করে উইকেট নেয়। মহম্মদ শামি ৪ ওভারে ৩৯ রানে একটি উইকেট। সায়ন ঘোষ ৩ ওভারে ২৭ এবং শাহবাজ আহমেদ ৪ ওভারে ২৬ রানে একটি করে উইকেট নেয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande