প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি, তারকেশ্বর কড শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন
তারকেশ্বর, ২৬ নভেম্বর (হি.স.): বুধবার সকালে হাওড়া-তারকেশ্বর কড শাখার নালিকুল ও কামারকুন্ডু স্টেশন এর মাঝখানে ৩৭৩১৪ ডাউন তারকেশ্বর হাওড়া লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। যার ফলে বিঘ্নিত হয় ট্রেন চলাচল, চরম সমস্যায় পড়তে হয় যাত্রীদের । আপ লাইন দি
প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি, তারকেশ্বর কড শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন


তারকেশ্বর, ২৬ নভেম্বর (হি.স.): বুধবার সকালে হাওড়া-তারকেশ্বর কড শাখার নালিকুল ও কামারকুন্ডু স্টেশন এর মাঝখানে ৩৭৩১৪ ডাউন তারকেশ্বর হাওড়া লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। যার ফলে বিঘ্নিত হয় ট্রেন চলাচল, চরম সমস্যায় পড়তে হয় যাত্রীদের । আপ লাইন দিয়ে ট্রেন চলাচল করলেও ডাউন লাইনে ব্যাহত হয় ট্রেন চলাচল।

প্রায় দু'ঘণ্টা দাঁড়িয়ে থাকে ট্রেন। এই সময়ে চূড়ান্ত দুর্ভোগের শিক্ষার হন যাত্রীরা। পরে রেলের কর্মীরা গিয়ে মেরামতি করে ৮.২৬ মিনিট নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হয়। স্বস্তি পান যাত্রীরা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande