শিশু ও মহিলারদের নিরাপত্তা এবং অধিকার প্রদানে দায়বদ্ধ পুলিশ : শ্রীভূমির এসপি লীনা দোলে
পাথারকান্দি (অসম), ২৬ নভেম্বর (হি.স.) : শিশু এবং মহিলারদের নিরাপত্তা সুনিশ্চিতের পাশাপাশি শিশু ও মহিলারা যাতে থানায় এসে একটি অনুকূল পরিবেশের মাধ্যমে নিজেদের প্রাপ্য অধিকারের দাবি জানাতে পারেন, সেজন্য এবার শ্রীভূমি পুলিশ বিশেষ দৃষ্টি দিচ্ছে, জানান প
পাথারকান্দি থানায় শিশুবান্ধব কর্ণারের উদ্বোধন করছেন পুলিশ সুপার লীনা দোলে


পাথারকান্দি (অসম), ২৬ নভেম্বর (হি.স.) : শিশু এবং মহিলারদের নিরাপত্তা সুনিশ্চিতের পাশাপাশি শিশু ও মহিলারা যাতে থানায় এসে একটি অনুকূল পরিবেশের মাধ্যমে নিজেদের প্রাপ্য অধিকারের দাবি জানাতে পারেন, সেজন্য এবার শ্রীভূমি পুলিশ বিশেষ দৃষ্টি দিচ্ছে, জানান পুলিশ সুপার লীনা দোলে।

আজ বুধবার শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দি থানায় এক অনুষ্ঠানের মাধ্যমে শিলচর সেবা কেন্দ্রের সহযোগিতায় ‘শিশুবান্ধব কৰ্ণার’-এর উদ্বোধন করে কথাগুলি বলেন পুলিশ সুপার লীনা দোলে। তিনি বলেন, সমাজে নির্যাতিত মহিলা ও শিশুরা যাতে থানায় এসে পুলিশকে দেখে ভয় না করে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে সঠিক তদন্ত করতে পুলিশকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তার জন্য পাথারকান্দি থানায় আজ এই ‘শিশুবান্ধব কর্ণার’-এর উদ্বোধন করা হয়েছে। তিনি বলেন, শিশু ও মহিলারদের নিরাপত্তা এবং অধিকার প্রদানে দায়বদ্ধ পুলিশ।

পুলিশ সুপার দোলে জানান, শিশুবান্ধব কর্ণার হলো থানার একটি নির্দিষ্ট কক্ষ বা ভবন, যেখানে যে কোনও শিশু আইনের সাথে সংঘাতে জর্জরিত এবং যাদের যত্ন ও সুরক্ষার প্রয়োজন তাদের থাকার ব্যবস্থা করা হবে। শিশুবান্ধব যত্নের উদ্দেশ্য হলো যে কোনও শিশুর জন্য অনুকূল পরিবেশ পরিস্থিতি তৈরি করা যাতে শিশুর মানসিক-সামাজিক মানসিকতা নেতিবাচকভাবে প্রভাবিত না হয়। এ ধরনের শিশু কর্ণার বৃহত্তর এলাকার শিশুদের সাথে সম্পর্কিত সমস্যা সমাধানে অনেক দূর এগিয়ে যাবে বলে দৃঢ়তার সঙ্গে আশা ব্যক্ত করেছেন পুলিশ সুপার। ‘শিশুবান্ধব কৰ্ণার’-এর উদ্বোধন কার্যক্রমে অন্যদের সঙ্গে ছিলেন পাথারকান্দি থানার ওসি ইনস্পেক্টর সোমেশ্বর কোওঁর, সমজেলা আয়ুক্ত অর্নিবাণ শর্মা প্রমুখ।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande