
ফারুখাবাদ, ২৬ নভেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের আলু উৎপাদনের শীর্ষ জেলা ফারুখাবাদে এবার নতুন মরসুমের শুরুতেই নতুন আলুর দাম কমে যাওয়ার সঙ্গে সঙ্গে হিমঘরে মজুত পুরনো আলুর দামও কমেছে। ফলে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।
বুধবার সাতনপুরের আলু মান্ডিতে প্রায় ৫০০ বস্তা নতুন আলু আসে। আড়তদার সংগঠনের সভাপতি সুধীর কুমার ওরফে রিঙ্কু ভার্মা জানান, নতুন আলুর দর শুরু প্রতি কুইন্টাল ৪০১ টাকা থেকে। অন্যদিকে হিমঘর মালিক সমিতির সভাপতি অজয় গঙ্গওয়ারের তথ্য অনুযায়ী, হিমঘরে মজুত পুরনো আলু প্রতি কুইন্টাল ৬০০ টাকায় বিক্রি হলেও এখন সেই আলুর দাম কমে প্রতি প্যাকেট ৩০০ টাকায় ঠেকেছে।
এই দরে পুরনো আলু বিক্রি করলে হিমঘরের ভাড়াই ওঠে না, এমনই বলছেন স্থানীয় কৃষকেরা। এক কৃষক বলেন , নতুন ও পুরনো আলু দু’টিরই দাম একসঙ্গে কমে যাওয়ার জেরে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য