সন্ত্রাসবাদের নিন্দা করে সমৃদ্ধ ভারত গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): মুম্বইয়ে ২৬/১১-র ভয়াবহ সন্ত্রাসী হামলার শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সন্ত্রাসবাদের নিন্দা করে শক্তিশালী ও সমৃদ্ধ ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। বুধবার সকালে এক্স মাধ্
রাষ্ট্রপতি


নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): মুম্বইয়ে ২৬/১১-র ভয়াবহ সন্ত্রাসী হামলার শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সন্ত্রাসবাদের নিন্দা করে শক্তিশালী ও সমৃদ্ধ ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। বুধবার সকালে এক্স মাধ্যমে রাষ্ট্রপতি জানান, ২৬/১১ মুম্বই সন্ত্রাসী হামলার বার্ষিকীতে, আমি সেই সাহসী জওয়ানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই, যারা আমাদের দেশের জনগণকে রক্ষা করার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। দেশ কৃতজ্ঞচিত্তে তাঁদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে।

রাষ্ট্রপতি বিশেষ আহ্বান জানিয়ে এক্স-এ জানান, আসুন আমরা সকল প্রকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করি। আসুন আমরা একটি শক্তিশালী এবং আরও সমৃদ্ধ ভারত গড়ে তোলার সংকল্প নিয়ে অগ্রগতির পথে একসঙ্গে এগিয়ে যাই।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande